পথশিশুদের নিয়ে কাজ করায় বিশেষ অবদানে সম্মাননা পেলেন লিমন

491

ষ্টাফ রিপোর্টারঃ জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটি মানবাধিকার ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভায় পথশিশুদের নিয়ে কাজ করায় বিশেষ অবদানে গুনীজন সম্মাননা পেলেন তরিকুল হাসান লিমন।

পহেলা মার্চ সোমবার সন্ধ্যা ৭ টায় ঢাকা  তোপখানা  বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সাংস্কৃতিক ও তথ্য মন্ত্রী সৈয়দ দিদার বখত। প্রধান অতিথি হিসাবে তিনি বলেন আমাদের দেশে গনতন্ত্র বলতে কি বুজি ভোটের অধিকার আর এই ভোটের অধিকার ফিরে আনতে যে কত বছর লাগবে তা বলা বাহুল্য,  আর ভোটের অধিকার ফিরিয়ে আনাই হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠিত করা, আমরা ত্রিশ লক্ষ শহিদের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি কিন্তু স্বাধীনতা পাইনাই।

জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটি সহকারী পরিচালক মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রহিম শেখ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয় পীরজাদা শহিদুল হারুন, এডিশনাল এস পি স্পেশাল ব্যাঞ্চ বাংলাদেশ পুলিশ এস এ খালেক, সাবেক অতিরিক্ত সচিব শিক্ষা মন্ত্রণালয় মো মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান স্মৃতি ও দুস্থ জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তারিকুল হাসান লিমন, জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সম্পাদক আরিফ হোসেন, যুগ্ম সম্পাদক টিটু মোল্লা, জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটি হরিনাকুন্ডা উপজেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মুন্সি, জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটি হরিনাকুন্ডা উপজেলা সিঃ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, জাতীয় মানবাধিকার সোসাইটি মহাসচিব এনামুল হক, আরো উপস্থিত ছিলেন সংগঠনের কাজী মাসুদ রানা, শরিফ ইসলাম, খাদেমুল ইসলাম, আলী হোসেন,সহ আরো অনেকে।