তথ্য না দিয়ে দুর্নীতিবাজদের সহায়তা করে পঙ্কজ কুমার

323

শাহিন আলমঃ নারায়ণগঞ্জ সোনালী ব্যাংক কর্পোরেট ব্রাঞ্চ এর এ.জি.এম তথ্য না দিয়ে সহায়তা করে যাচ্ছে দুর্নীতিবাজদের।

৩রা মার্চ সকাল ১১:৩০ টায় জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদ, সিনিয়র স্টাফ রিপোর্টার অপরাধ বিচিত্রা, মো ঃ শাহিন আলম স্টাফ রিপোর্টার সময়ের চিন্তা টিভি, নারায়নগঞ্জ চাষাঢ়া সোনালী ব্যাংক কর্পোরেট ব্রাঞ্চ এর ডি.জি.এম মোহাম্মদ ইয়াসিন এর সাথে সাক্ষাৎ করেন।

ঐ সময় উপস্থিত ছিলেন এ.জি.এম পঙ্কজ কুমার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ.জি.এম পঙ্কজ এর তথ্য নিয়ে বক্তব্য, “গণমাধ্যমকর্মীদের তথ্য দেওয়া যাবে না, সরকারি তিনটি প্রতিষ্ঠান দুদক, এন. বি.আর, বাংলাদেশ ব্যাংক ছাড়া কাউকে তথ্য দেওয়া যাবে না এটাই আইনে আছে। আমাদের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ আছে কাউকে তথ্য না দেওয়ার জন্য। ”  গণমাধ্যমকর্মী তার কাছে উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশের কপি চাইলে এ.জি.এম (পঙ্কজ কুমার) তা দেখাতে পারেনি। এছাড়াও এই ব্রাঞ্চের রপ্তানিকারকদের তালিকা চাইলে তা দিতে তারা অনীহা প্রকাশ করে । এতে বুঝা যায় সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে। ভিডিওসূত্রে দেখা যায় আলোচনাকালে ডি.জি.এম. মো ইয়াসিন তার চেয়ারে বসে নাক ডেকে ঘুমাচ্ছেন, এটাই কি দায়িত্ব পালন ? চলবে……………..।