ইমন মেম্বারের নেতৃত্বে সেলিম ওসমানের মতবিনিময় সভায় মিছিল নিয়ে যোগদান 

255

শাহিন আলমঃ বন্দর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার ইমনের নেতৃত্বে  বিশাল মিছিল নিয়ে বন্দর ইউনিয়নের উন্নয়ন মুলূক শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় যোগদান করেন।

শুক্রবার (৫ মার্চ) বিকেলে মিছিলটি বন্দর ঝাউতলা থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে নবীগঞ্জ টি-হোসেন গার্ডেনস্থ সভায় এসে সমবেত হয়।

অনুষ্ঠানে বন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫-সদর বন্দর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন, মনির মিয়া,জাকির,,সামছু,,ইদ্দিস মিয়া,,খালেক মিয়া, সেলিম, খোরসেদ, আনার,,সোহাগ, রাকিব, উজ্জল, নয়ন, মামুন, রাজু মিয়া, মহন,শিপন, ফারুক, নান্নু ,আনিস, রনি, জোবায়ের, সাকিব, কাদির প্রমূখ।