জাহাঙ্গীর হোসেনঃ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশন ফতুল্লা প্রি-সেল এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ মার্চ) বিকাল সাড়ে ৩টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ পিলকুনি রোডে কোয়ান্টাম ফাউন্ডেশন কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু।
এ সময় অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের মতিঝিল শাখার রক্তদান কার্যক্রম এর দায়িত্বশীল আমজান হোসেন অপু, ফতুল্লা প্রি-সেল এর কর্মকর্তা আলমগীর হোসেন মোল্লা, মাহমুদুল ইসলাম শাকিল, আবুল কালাম আজাদ, এসএম আতাউর, আমিনুল ইসলাম সেন্টু, নূর-এ-আলম, আবুল বাশার সিদ্দিক, ফতুল্লা ব্লাড ডোনার্স এর সভাপতি আশরাফুল ইসলাম তৌকির, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এসএম সানি প্রমূখ। ফতুল্লা ব্লাড ডোনার্স সংগঠনের সদস্য রণজিৎ ঘোষ এর স্বেচ্ছায় রক্তদান এর মাধ্যমে রক্তদান কর্মসূচির উদ্বোধন হয়।