নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের প্রান কেন্দ্র চাষাড়া গ্রান্ড হল কনভেনশন সেন্টারে নারী উদ্যোক্তাদের নিয়ে হাতে তৈরি বিভিন্ন পন্যের সমাহার নিয়ে তিন দিন ব্যাপি নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়।
গত ৯ মার্চ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।মেলা শেষ হবে ১১মার্চ।
প্রতিদিন সকাল ১০ হতে রাত ১০টা পযন্ত এই মেলা চলমান থাকবে।
এ মেলার হাতে তৈরি পিঠা পুলি, হস্তশিল্প ও পোষাকের সমাহার নিয়ে রয়েছেন শফুরা’স কিচেন ও শফুরা এক্সক্লুসিভ ফ্যাশন হাউজ এর স্বত্ত্বাধীকারী স্বপ্নজয়ী নারী কল্যান সংস্হার সভানেত্রী শফুরা বেগম।
শফুরা বলেন, এ মেলা আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের কর্ম পরিচিতি তুলে ধরার
পাশাপাশি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবার চেষ্টা করে যাচ্ছি। এ মেলা আয়োজক কারীদের সাধুবাদ জানাই।