নারায়ণগঞ্জ অচল করে দিবে রহিম মুন্সি, তাকে গ্রেফতারের আহবান

391

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ অচল করে দিবে রহিম মুন্সি, তাকে গ্রেফতারের আহবান জানিয়েছেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি। হকাররা এত সাহস পায় কোথায়? প্রশ্ন জনমনে। ইতিমধ্যে আসাদকে গ্রেফতার করা হয়েছে, তবে হাফিজুলকে ছেড়ে দেওয়া ঠিক হয়নাই বলে মনে করেছে নারায়নগঞ্জবাসী।

ফুটপাত দখলকে কেন্দ্র করে প্রশাসনকে উদ্দেশ্যে করে হকার্স সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুর রহিম মুন্সি বলেছে, আজ ৫শ নিয়ে নেমেছি প্রয়োজনে ৫ হাজার জন নিয়ে নারায়ণগঞ্জ অচল করে দিব। হুশিয়ারি করে দিলাম ! এখনও সময় আছে আমাদের নিয়ে বসেন। আমাদের দাবি আদায় করেন। পুর্নবাসন চাইছি, আপনাদের কাছে ভিক্ষা চাই নাই। ৩ই মার্চ বুধবার নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের হকার পুর্নবাসনের দাবিতে ২য় দিনের মত বিক্ষোভ মিছিল ও সমাবেশের বক্তব্যকালে রহিম মুন্সি এসকল কথা বলে।

রহিম মুন্সি আরও বলে, সারা বাংলাদেশে হকারদের জন্য পূণর্বাসনের ব্যবস্থা করে তাদের উচ্ছেদ করা হয়েছে। কিন্তু নারায়ণগঞ্জের হকারদের মত কোথাও এভাবে নির্যাতন হয় না। নারায়ণগঞ্জের বিভিন্ন অলি গলিতে হকার বসছে কিন্তু অভিযান শুধু চাষাঢ়ার মধ্যেই। মেয়রের কাছে আবেদন আপনি হকারদের পূণর্বাসন করে হকার উচ্ছেদ করুন। গরীবের পেটে লাথি মারলে আল্লাহপাক পছন্দ করেন না। কিন্তু মেয়র সে কাজটিই করছেন, এটা কোনো অবস্থাতেই ভালো কাজ না। নারায়ণগঞ্জে পূণর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না।

জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদ বলেন, এরা কি হকার? হকার কাকে বলে? হকার হল যারা ১০০/১৫০ টাকা দ্রব্য নিয়ে হেটে হেটে বিক্রি করে। আর যারা ফুটপাত দখল করে দোকান করছে, তারা হল ব্যবসায়ী। ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের কাছে ২/৩ লক্ষ টাকার দ্রব্য থাকে। তারা  লাভ করে মাসে লক্ষ লক্ষ টাকা। তাদের টেক্সের আওতায় আনার আহবান জানাচ্ছে সংস্থাটি।