ভূয়া দুদক কর্মকর্তা  হায়দার গ্রেফতার!  পলাতক ২

447

নাঃগঞ্জ প্রতিনিধি- দুনীতি দমন কমিশন এর ভূয়া উর্ধতন কর্মকর্তা পরিচয় দিয়ে মোঃ ইমরান হোসেন হায়দার দীর্ঘ দিন যাবৎ ব্যবসায়ীদের  ভয় দেখিয়ে বিভিন্ন স্হানে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে থাকে।

ঘটনার সূএে যানা যায় যে, নারায়গঞ্জ জেলা ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ একই এলাকায় বসবাসকারী মৃতঃ শাহ আলম এর পুএ মোঃ ইমরান হোসেন হায়দার( ৪২)সহ তার সঙ্গীয় মৃত আলী হোসেন এর পুএ সানজিল(৩০) সেলিম (৩৫) ব্যবসায়ী নাদির সরকার এর কাছে আসেন একমাস পূর্বে।  এসে বলেন দুদকে নাদির এর নামে  অভিযোগ আছে সে অভিযোগ এর তদন্ত করতে এসেছে। তদন্ত নাদির এর পক্ষে থাকবে বলে একলক্ষ টাকা দাবী করা হয়। ব্যবসায়ী নাদির সন্মানের ভয়ে তাদের কথা বিশ্বাস করে বিশ হাজার টাকা দেন। নাদিরের কাছে হায়দার সহ তার সঙ্গীদের উপর সন্দেহ হলে নাদির ঢাকা দুদকের কার্যালয়ে  গিয়ে তাদের ব্যাপারে তথ্য জানতে চাইলে দুদকের কর্মকর্তা  তথ্য দেন হায়দার সহ তাদের সঙ্গীয়রা   কেউই দুদকের কার্যালয়ের লোক নয়।নাদির তাদের  বিষটি ভুয়া বলে  নিশ্চিত হন।ভুয়া দুদক পরিচয় দানকারী চক্রটি  বাকিআশি হাজার  টাকা নিতে ১৫ মার্চ সন্ধ্যার পরে নাদিরের কাছে আসলে নাদির সহ তার সন্তান জিসান উপস্থিত জনতার সহযোগীতায় হায়দার কে আটক করলেও বাকি দু জন সানজিল ও সেলিম দৌড়ে পালিয়ে যায়।

আটককৃত ভূয়া দুদক হায়দারের তথ্য পেয়ে ফতুল্লা মডেল থানার এস আই হাফিজুর রহমান ঘটনাস্থলে  উপস্হিত হয়ে প্রতারনার বিষটি নিশ্চিত হয়ে থানায় নিয়ে যান।এ সময় হায়দারের প্রতারনার শিকার ভুক্তভোগী ব্যবসায়ী জিললুর রহমান বলেন অনেকদিন পূর্বে তার ব্যাকারী হতে দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে হায়দার একহাজার টাকা নিয়ে আসেন। নাদির বাদী হয়ে হায়দার সহ সানজিল ও সেলিম কে আসামি করে একটি মামলা  দায়ের করেন।যাহার মামলা নং ৩৪  তারিখ ১৫-৩-২১,ধারা -১৭০/৪১৯/৩৮৫/৩৮৬/৩৪ পেনাল কোড-১৮৬০।

এলাকাবাসী সূএে যানা যায় হায়দার সহ সঙ্গীয় এ চক্রটি দীর্ঘদিন ধরে দুদকের পরিচিত দিয়ে আসছে।সরকারি এমন উচ্চ পর্যায়ের পরিচয় দেয়ায় কেহ ভয়ে কিছু বলার সাহস পায়নি।হায়দার সহ পলাতক আসামিদের গ্রেফতার করে দ্রুত প্রতারনার দায়ে যে অপরাধ করেছে তার শাস্তি দেয়া হোক।