নিজস্ব প্রতিনিধিঃ সোনারগাঁয়ের হাড়িয়া বৈদ্য পাড়ায় অসহায়দের জিম্মি করে তাদের জমির সামনের সরকারী জমিতে জোড় করে মার্কেট নির্মানের চেষ্ঠা করছে সাতভাইয়া পাড়ার মৃত হাজী শহীদুল্লাহর ছেলে আব্দুল কাদের রতন।রাস্তার পাশে সরকারী জমির উপড় ইমারত নকশা অনুমোদন নিয়ে কথা উঠেছে বলে জানা যায়।
অবৈধভাবে সরকারী জমি দখল করে বহুতল বিশিষ্ঠ নির্মান কাজ করে, আবার থানায় অভিযোগ করে পুলিশ এনে বাধাদান কারীদের হয়রানি করে বলে জানায় এলাকার ভোক্তভোগিরা।
সোনারগাঁ থানায় মীমাংসার জন্য বসে দেখা যায় সরকারী জমির উপর ইমারত নকশা অনুমোদনের কপি।
এব্যাপারে সোনারগাঁ সহকারি ভুমি কর্মকর্তা গোলাম সারোয়ার মুন্না বলেন, “সরকারি জমির উপর ইমারত নকশা পাওয়ার কথা না, আমি তদন্ত করে দেখব।”
এব্যাপারে সোনারগাঁ নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামকে কল করলে তিনি কল ধরেননি।