মামুনুল হককে রয়েল রিসোর্টে আটকের পর হেনস্থার অভিযোগে বিক্ষোভ

589

সোনারগা প্রতিনিধিঃ সোনারগাঁওয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে রয়েল রিসোর্টে নারী সহ আটকের পর হেনস্থার অভিযোগ তুলে বিক্ষোভ করেছে হেফাজতের ইসলামের নেতাকর্মীরা।

বিক্ষোভকারীরা বলে, “খেতে খেতে জিহবা যেমন লম্বা হয়ে যায়। অপরাধ করতে করতে হাতও লম্বা হয়ে যায়। দলের মোহে অন্ধ হয়ে আলেম উলামায়ে কেরাম বুঝে না। হোটেল কতৃপক্ষ তার গেস্টকে নিরাপত্তা না দিয়ে স্থানীয় নেতাদের খবর দিয়ে এই কান্ড ঘটিয়েছে।”

রয়েল রিসোর্ট কতৃপক্ষের বিরুদ্ধে মামুনুল হকের মানহানীর মামলা করা উচিত মনে করে এলাকাবাসী।

শনিবার (৩ এপ্রিল) রাত ১০টায় নগরীর ডিআইটি মসজিদের সামনে বিক্ষোভ করে হেফাজতের নেতাকর্মীরা। এ সময় হেফাজতের নেতাকর্মীরা ‘ছাত্রলীগের গালে, জুতা মারো তালে তালে’ ‘হ তে হাসিনা, লজ্জায় বাচি না’ ইত্যাদি স্লোগান দেয়।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, ‘আজ আমরা বলার ভাষাটুকু হারিয়ে ফেলেছি। স্বাধীনতার ৫০ বছর পরে এসে কোন সম্ভ্রান্ত আলেম স্বাধীনভাবে চলতে পারছে না। স্বাধীনভাবে স্ত্রী-সন্তান নিয়ে বের হবার স্বাধীনতা নাই। সোনারগাঁয়ে কে বা কারা মামুনুল হককে হেনস্থা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। যদি কালকের মধ্যে এই ঘটনার বিচার করা না হয় তাহলে নারায়ণগঞ্জ থেকে যে আগুন ছড়িয়ে পড়েছে সে বিদ্রোহের আগুন আপনারা নিভাতে পারবেন না। এই বিদ্রোহের আগুন সারা দেশে ছড়িয়ে পড়বে।’

এর পরেই দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন হেফাজতের নেতাকর্মীরা।

সোনারগাঁও রয়েল রিসোর্ট  ধর্ম প্রান মুসল্লীরা ঘেরাও  করার পর মাওলানা মাহমুদুল হককে ছেড়ে দেয়া হয়। সোনারগাঁও উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের কয়েক লেতা  প্লান করে একাজ করেছে বলে জানা যায়। তবে জানা যায়, নেতৃত্বেছিল সোনারগাঁও যুবলীগ নেতা রফিকুল ইসলাম নান্নু।