মুক্তার হোসেনঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করেছে মোঃ হাফিজুর রহমান।
৬ই এপ্রিল মঙ্গলবার সকালে তিনি যোগদান করে। তার আগে শরীয়তপুরের নড়িয়া থানার ওসি হিসেবে তিনি কর্মরত ছিলেন। হাফিজুর রহমান রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা বলে জানা যায়। ইতোমধ্যে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ফতুল্লা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছে।
সুত্র মতে, সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে গত ৪ই এপ্রিল হেফাজত ইসলামের ভাংচুর ইস্যুতে সোনারগাঁ থানা থেকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ওসি হাফিজুর রহমান নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বলে মনে করেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি।