সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের নামে নানুর মিথ্যা মামলা

436

নিজস্ব প্রতিনিধিঃ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের নামে রফিকুল ইসলাম নানু মিথ্যা মামলায় জড়িয়েছে বলে জানা যায়। সোনারগাঁ উপজেলার যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নানু সাংবাদিক সুলতান মাহমুদ ও কবির আহমেদের নামে ভাংচুরের মিথ্যা মামলায় জড়িয়েছে।

৩ এপ্রিল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে রয়েল রিসোর্টে নারী সহ আটকের পর সংবাদ প্রকাশের জের ধরে রফিকুল ইসলাম নানু এ মিথ্যা মামলায় জড়ানো হয়ছে বলে জানা যায়।

সাংবাদিক সুলতান মাহমুদ ও কবির আহমেদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এ মিথ্যা মামলার বিরুদ্ধে।

সুলতান মাহমুদ সময়েরচিন্তা অনলাইন পত্রিকা ও টিভির সম্পাদক এবং প্রকাশক, অপরাধ বিচিত্রা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার, সভাপতি জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা, কেন্দ্রীয় সদস্য- জাতীয় সাংবাদিক সংস্থা ও ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাজেশন। সুলতান মাহমুদ রেডিমেট গার্মেন্টস বায়িং হাউজের মালিক। তার প্রতিষ্ঠানের নাম “ম্যানক্স ফ্যাশন লিংক”।

কবির আহমেদ জাতীয় দৈনিক আজকের আলোকিত সকাল এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, সভাপতি-সোনারগাঁ প্রবাসী একতা সংগঠন। কবির আহমেদ শাপলা রেস্তোরার মালিক। চলবে ……।