রূপগঞ্জে ভাসমান-ছিন্নমূল মানুষের মাঝে ইউএনও’র সাহরি বিতরণ

233

রূপগঞ্জ নারাযণগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের শুরু থেকেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের  পক্ষ থেকে ভাসমান, অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের মাঝে সেহেরি বিতরণ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত রাখতে  সেহেরি নিয়ে মানুষের দারস্থ হয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহান। রবিবার (২৫ এপ্রিল) ভোর রাতে উপজেলার গোলাকান্দাইল,ভূলতা,বরপা,তারাবো,রূপসী,মুড়াপাড়া,এলাকায় সেহেরি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানসহ আরো অনেকে।

শাহ নুসরাত জাহান বলেন, যারা সমাজে অসহায় ছিন্নমূল তাদের জন্য আমাদের এই ছোট আয়োজন। সামান্য আহারের জন্য অনেকেই রমজানের রোজা রাখতে পারে না তাই আমরা তাদের জন্য এই সামান্য ব্যবস্থা করেছি। তবে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।