কিল্লারপুলে প্রকাশ্যে নারীকে লান্চনার প্রতিবাদে মানব বন্ধন

245

নারায়নগঞ্জ সংবাদদাতা -নারায়নগন্জ শহরে  কিল্লারপুল এলাকায় মাজারকে কেন্দ্র করে ২২শে এপ্রিল বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্য দিবালোকে কিল্লারপুল মোড়ে মাজারের সামনে মাহাবুবা আক্তার নুপুর নামে  এক নারীকে প্রায় ৩০/৪০ জন অস্ত্রধারী কিশোর প্রকাশ্য লাঞ্চনা করেন। টেনে হেচড়ে রাস্তায় ফেলে লাঠি সোটা এবং ছুরিঘাত দিয়ে  গুরুতর জখম করেন।তার কাছ থেকে ১ ভরি স্বর্নের চেইন, ব্রেসলেট,ব্যাগে থাকা ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয় পরবর্তীতে নুপুরের আত্মীয় স্বজনরা ও এলাকাবাসী এগিয়ে আসলে নুপুর ফেলে রেখে পালিয়ে যায়।নুপুর প্রাথমিক অবস্থায় সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।ডাক্তার  হাত ভেঙ্গেছে বলে জানান এবং বামপায়ে আঘাত  পেয়েছে এবং তার শরীরের সর্বাঙ্গে নিলাফোলা জখম রয়েছে। তিনি হাসপাতালে ভর্তি অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  তার এ বিষয়ে নারায়নগঞ্জ সদর মডেল থানায় মামলা রজু করা হয়েছে এবং একজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ ২৩ শে এপ্রিল রাতে আনুমানিক ১২:৪৫মিনিট।
অত্যন্ত দুখের বিষয় এইযে একদল কিশোর গ্যাং হাতে অস্ত্রসহ প্রকাশ্যে এক নারীকে লান্চিত করল যার ভিডিও চিত্র বর্তমানে ভাইরাল হয়েছে  সে আসামীকে মহামান্য আদালত জামিন দেওয়ায় এ কিশোর গ্রুপ  আরো বেপরোয়া হয়ে উঠেছে যার ফলে এলাকার মানুষ আতঙ্ক বিরাজ করছে।তাই নুপুরের স্বামী মহিউদ্দিন এলাকা বাসীকে নিয়ে মানব বন্ধন করেন।নুপুরের স্বামী মানব বন্ধনে তার পরিবারের নিরাপত্তা চান।আসামীরা তাকে প্রান নাশের হুমকি দিচ্ছে বলেও তিনি জানান।