নিজস্ব প্রতিনিধিঃ খোরশেদ বিয়ে করেছে এটা এক হাজার ভাগ সত্য, ২-১ দিনের মধ্যে দেশে ফিরে সব প্রমান দিবে বলেছে সায়েদা শিউলি।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও করোনায় অনন্য ভূমিকা রাখা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার স্ত্রী লুনার ফেসবুক লাইভের জবাব দিয়ে নারায়ণগঞ্জ টিভির কাছে একটি ভিডিও বার্তা পাঠিয়েছে সায়েদা শিউলি। খোরশেদ আর তার স্ত্রী লাইভে অভিযোগ করেছিলো সায়েদা শিউলি খোরশেদকে ফেসবুকের সম্পর্কের প্রেক্ষিতে বিয়ে করতে চাচ্ছে। নারায়ণগঞ্জ টিভির কাছে পাঠানো এই ভিডিও বার্তায় সায়েদা শিউলি ফেসবুকে তার বিরুদ্ধে খোরশেদ দম্পত্তির করা সব অভিযোগের জবাব দেননি। তবে নারায়ণগঞ্জ টিভি চেষ্টা করছে সায়েদা শিউলি দেশে আসার আগেই ফেসবুক লাইভে করা অভিযোগগুলির জবাব জানার। জানা গেলে দর্শকদের আমরা জানাবো তার উত্তর। আপাতত শোনা যাক তার পাঠানো ভিডিও বার্তাটি।