লালমনিরহাট জেলা প্রতিনিধি ঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মিলন বাজার এলাকায় এক ঘন্টার ব্যবধানে একই গ্রামে পানিতে ডুবে ও সড়ক দূর্ঘটনায় ২ শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
সোমবার ( ২৬ এপ্রিল) সকালে ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের (মিলন বাজার) মধ্য গড্ডিমারী গ্রামে এ দুর্ঘটনা দুইটি ঘটে।
পানিতে ডুবে মৃত্যু ইয়াসিন আরাফাত (৫) ওই গ্রামের হাফিজার রহমান লিটনের পুত্র এবং সড়ক দুর্ঘটনায় নিহত মাহিন (৫) একই এলাকার হাফিজুল ইসলামের পুত্র।
স্থানীয়রা জানান, ওই এলাকায় সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে হাফিজার রহমান লিটনের পুত্র ইয়াসিন আরাফাত (৫)’র মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে পার্শ্ববতী হাফিজুল ইসলামের দুই পুত্র মাহিন (৫) ও ফাহিম (১০) বাড়ির পাশে রাস্তায় সাইকেল নিয়ে খেলতে গিয়ে ট্রলির নিচে মাহিনের মৃত্যু ঘটে।