বন্দরে গেমস খেলার প্রলোভনে শিশু বলাৎকার র‍্যাবের জালে লম্পট

322

বন্দর প্রতিনিধিঃ বন্দরে মোবাইল ফোনে গেমস খেলার প্রলোভনে ৯বৎসরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে  রকিব নামের এক লম্পটকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোমবার (২৬ এপ্রিল) দুপুরের থানার সোনাকান্দা এলাকা হতে একে গ্রেফতার করা হয়।

ধৃত রকিব বন্দর সোনাকান্দা পানির টাংকি এলাকার আলম মিয়ার ছেলে। এব্যাপারে শিশুটির দাদী বন্দর থানায় একটি মামলা এন্ট্রি করেন। যার নং-২৮(৪)২১ইং।

সুত্রমতে, বন্দর সোনাকান্দা পানির টাংকি এলাকার  বখাটে রকিব একটি সক্রিয় কিশোর গ্যাং এর নেতৃত্ব দিয়ে আসছে।  গত ২১এপ্রিল বিকেলে সোনাকান্দা পৌর স্টেডিয়ামে শিশুটি খেলতে আসে।  এসময় লম্পট রকিব তাকে মোবাইল ফোন গেমস খেলার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে গেমস খেলার পরিবর্তে শিশুটিকে অশ্লীল ভিডিও দেখায়। এবং পর্যায়ক্রমে তাকে বলাৎকার করে। শিশুটি ভয়ে ৪দিন যাবৎ বিষয়টি গোপন করলেও। গত ২৫ এপ্রিল তার পায়ুপথে তীব্র যন্ত্রণা শুরু হয়। পরে বিষয়টি তার পরিবারের লোকজনের নিকট স্বীকার করলে পরিবার র‍্যাবকে খবর দেয়। খবর পেয়ে  র‍্যাব-১১ এর অভিযান চালিয়ে রকিবকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতকে মঙ্গলবার সকালে বন্দর থানা এনে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে বন্দর থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মোদ্দাচ্ছের গনমাধ্যমকে জানায়, আসামীর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।