নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২০,০০০ টাকা

225

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ২৯ এপ্রিল দুপুর ৩ ঘটিকায় রোজ বুধবার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে এসআই মোহাম্মদ আলমগীর এবং এএসআই সারোয়ার হোসেনসহ একটি টিমের সহযোগিতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া  শ্রীমঙ্গল থানাধীন কালাপুর ইউপির অন্তর্গত ভৈরববাজারে ০২ (দুই) টি ব্যবসা প্রতিষ্টানে প্রায় ১৫০ কেজি অবৈধ নিষিদ্ধ পলিথিন মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করা হয়। অভিযান পরিচালনা করে এসিল্যান্ড (ভুমি) নেছার আহমেদ। মোবাইল কোর্ট পরিচালনা করিয়া ২ টি ব্যবসা প্রতিষ্টান হতে বিপুল পরিমান পলিথিন জব্দ করে। ঐই অভিযানে পরিচালনায় ভৈরব বাজারের ব্যবসায়ী ২ জনকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।