নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৫ আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন। প্রয়াত সাংসদ নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনায় কাউন্সিলর আফজাল হোসেনের উদ্যোগে ৩০ এপ্রিল বন্দরের ২৪ নং ওয়ার্ডে বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৩০ এপ্রিল) বাদ জুমা কদম রসুল দরবার মসজিদ, নবীগঞ্জ বাগে এ জান্নাত কবরস্থানের মসজিদ, ইসলামবাগ জামে মসজিদ, কাইতাখালী জামে মসজিদ, নোয়াদ্ধা জামে মসজিদ, দেউলী জামে মসজিদ, বাগবাড়ী জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। সেই সাথে সকালে কোরআন খতম হবে বলে জানা যায়।
নারায়নগঞ্জ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব , নাসিক ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর, প্রয়াত সাংসদ নাসিম ওসমানের অত্যন্ত্য স্নেহ ভাজন, জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় নেতা আফজাল হোসেন জানান, জননেতা নাসিম ওসমান ভাই ছিলেন একজন সাংগঠনিক ও কর্মীবান্ধব নেতা। তার মতো নেতাকে হারিয়ে আমরা আজ অনেকটা দিশেহারা। ৭ম মৃত্যু বার্ষিকী যা মানতেও কষ্ট হয়। সবাইকে চলে যেতে হবে তারপরও তার চলে যাওয়াটা একটি অপূরণীয় ক্ষতি হয়েছে। নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা ছিলেন নাসিম ওসমান ভাই। তিনি ৪ বারের সংসদ সদস্য। কিন্তু কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেন নাই। রাজনীতি করতেন নারায়ণগঞ্জের মানুষের জন্য। তার মন্ত্রী হওয়ার কোন শখ ছিলো না। তার একটি ইচ্ছে ছিলো, নারায়ণগঞ্জের মানুষের জন্য কিছু করবে। শুধু তার আসনের জনগনের কথাই চিন্তা করতেন না; তার চিন্তা ছিলো নারায়ণগঞ্জের মানুষের কথা। একজন রাজনীতিবিদ কতটা মানুষের জন্য করতে পারেন, তা আমি নাসিম ওসমান ভাইকে দেখে জানতে পেরেছি। নাসিম ওসমানের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, তার মতো কর্মীবান্ধব একন রাজনীতিবিদ আমি কখনো দেখিনি। তার একজন কর্মীর মেয়ের বিয়ে ছিলো। তাই নাসিম ভাইয়ের কাছে কিছু সহযোগিতা চেয়ে ছিলেন। তার কাছে বারতি টাকা না থাকায়, নাসিম ভাই নিজের ঘর ভাড়ার টাকা সেই কর্মীর হাতে তুলে দিয়ে ছিলেন। আমি নিজে গিয়ে দিয়ে এসেছিলাম সেই টাকাটা। আমি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে বলতে চাই দল মত নির্বিশেষে আপনারা নাসিম ভায়ের জন্য দোয়া করবেন। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি। এবং আল্লাহর কাছে দোয়া করি যাতে নাসিম ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন।