সোনারগাঁয়ে সরকারি খাল দখলের অপরাধে এক ব্যাক্তিকে বিনাশ্রমে ১ মাসের কারাদণ্ড

310

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বস্তল এলাকায় একটি নির্মাণাধীন ইস্পাত কারখানার মালিকের পক্ষ হয়ে খাল দখলের অপরাধে গোলজার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকালে তাকে আটক করে ১ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানান, জামপুর ইউনিয়নের বস্তল এলাকার শত বছরের বস্তল খাল মাটি দিয়ে ভরাট করায় গোলজার হোসেনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়।

গোলজার হোসেন বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করেন। সন্রাসীদের আখরা তৈরি করেছিলেন গোলজার হোসেন তার ক্ষমতার বাইরে মুখ খোলতে পারতো না কেউ। আওয়ামিলীগের নাম ভাংগিয়েছে বহু বার। বাংলাদেশের প্রথম সারির দৈনিক প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় বেশ কয়েক দিন যাবত সামাজিক মাধ্যমে লেখা লেখির পর উপজেলা প্রশাসনের নজট দৃষ্টি কোণ হয়।

ইউএনও আতিকুল ইসলাম আরও জানান, কারখানা কর্তৃপক্ষের পক্ষে সরকারি খাল দখল করেছেন গোলজার। সরকারি খাল দখল ও সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগে এম্পায়ার ইস্পাত কারখানার সব ধরনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।