নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৫ আসনের চার চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমানের উদ্যোগে অসহায় দুঃস্থদের মাঝে অর্থসহয়তা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে বন্দর উপজেলাধীন নাসিম ওসমান মডেল উচ্চ বিদ্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় এমপি সেলিম ওসমান ছাড়াও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু,বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, জাপা নেতা আকরাম আলী শাহীন, বন্দর ইউনিয়ন চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধাণ, মুছাপুর ইউপি ও ধামগড় ইউপি চেয়ারম্যান, নাসিক’র ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোঃ সাগর, ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধাণ, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন প্রমুখ।