বন্দর প্রতিনিধিঃ বন্দরে লক্ষ্যারচর এলাকায় বাড়ী জায়গা সংক্রান্ত বিরোধের জেরে বন্দর থানায় পাল্টাপাল্টা মামলা হয়েছে।
গত ১মে বিধবা নারী ওয়াহিদা সুলতানা ও ৬মে মামলার আসামী আনোয়ার হোসেন বাদী হয়ে বন্দর থানায় পাল্টাপাল্টি মামলা দু’টি দায়ের করেন।
অপরদিকে, বিধবা নারী ওয়াহিদা সুলতানাকে কুপিয়ে জখম করার ঘটনায় ৩০ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য হাজী আমজাদ হোসেনের নাম উল্লেখ করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
তবে মামলার একটিতে বিধবা নারীসহ তার ছেলে সাব্বিরকে প্রধান আসামী করে ৫জন নাম উল্লেখ করে আওয়ামীলীগ নেতার ভাই আনোয়ার হোসেন বন্দর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছে।
এর আগে ৩০ এপ্রিল আওয়ামীলীগ নেতা হাজী আমজাদ হোসেনর নেতৃত্বে হামলা লক্ষ্যারচর এলাকায় বিধবা নারী ওয়াহিদা সুলতানার বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। কিন্তু রহস্যজনক কারণে গত ২ মে বিধবা নারীসহ সাব্বিরকে আসামী করে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এদিকে, সাব্বির হোসেন জানান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য হাজী আমজাদ আমাদের বাড়িতে প্রবেশ করে আমরা মা’কে কুপিয়ে জখম করে গেলে কিন্তু এখন আমরা মামলা করে বিপদে আছি। উল্টো আনোয়ার জামিনে বের হয়ে এসে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করতেছে। এখন আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি বলে জানান।
সাব্বির আরও জানান, কলেজ ছাত্র আমিনুল ভিক্টোরীয় হাসপাতালে গিয়ে মাথায় ব্যান্ডেজ করে এসে মিথ্যা মামলা করে। এবং তার মাথায় এখন আর কোন ব্যান্ডেজ নেই, তিনি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবী করে ভুক্তভোগী পরিবার।