বন্দর প্রতিনিধিঃ বন্দর কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার হোসেন (বিএ)’র উদ্যোগে ও নিজেস্ব অর্থায়নে কলাগাছিয়া ৫নং ওয়ার্ডের প্রায় ২শ৫০ জন নারী-পুরুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টা থেকে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নস্থ জিওধরা এলাকায় আক্তার হোসেনের নিজ বাড়ি হতে কালীনগর, আইসতলা, সাবদী, উত্তর সাবদী, কলাবাগ, জিওধরা, সেলসারদি, দীঘলদি ও মাদবপাশা এলাকার অসহায় দুঃস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
এসময় আক্তার ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাজী আলী বাহার মেম্বার, আ’লীগ নেতা
আসাদুল্লাহ মাষ্টার,আলমগীর হোসেন, রোকন, জয়নাল প্রমূখ।