বিশ্বের অধিকাংশ দেশে হাসপাতালের বাইরে হওয়া মৃত্যু বিবেচনাতেও নেওয়া হচ্ছে না

203

নিজস্ব প্রতিনিধিঃ করোনায় সারা বিশ্বে মারা গেছেন প্রায় ৬৯ লাখ মানুষ। যা আনুষ্ঠানিকভাবে ঘোষিত সাড়ে ৩২ লাখ মৃত্যুর দ্বিগুণেরও বেশি। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন ডিসির ইনস্টিটিউট অব হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভাল্যুশনের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। আল জাজিরা ।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, অধিকাংশ দেশেই হাসপাতালের বাইরে মৃত্যু বা পরীক্ষা করা হয়নি এমন মৃত্যুকে বিবেচনাতেই রাখা হচ্ছে না। আইএইচএমই একটি স্বতন্ত্র স্বাস্থ্য গবেষণা সংস্থা। তারা নিয়মিতই বৈশি^ক স্বাস্থ্য নিয়ে কাজ করে।

এই সংস্থার পরিচালক ক্রিস্টোফার মুরি বলেন— ‘আপনি যদি খুব বেশি পরীক্ষা না করেন, আপনি সম্ভবত কোভিডের মৃত্যুকে মিস করে যাচ্ছেন।’ মহামারি পূর্ববর্তী মৃত্যুহারের তুলনা করে মৃতের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা হয়েছে এই প্রতিবেদনে। রয়টার্স পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে করোনায় ৯ লাখ ৫ হাজারে বেশি মানুষ মারা গেছে। এই ব্যাপারে জানতে চাওয়া হলে কোনও মন্তব্য করতে রাজি হয়নি সিডিসি। গবেষণায় সরাসরি ভাইরাসের সংক্রমণে মৃত্যুকে বিবেচনায় নেওয়া হয়েছে, ভাইরাসের কারণে স্বাস্থ্যখাতে সৃষ্ট সমস্যায় মৃত্যুকে বিবেচনায় রাখা হয়নি।