৪০ গ্রামের মানুষের মাঝে ঈদ উপহার দিয়েছে মাসুম চেয়ারম্যান

293

সোনারগাঁ প্রতিনিধি ঃ সোনারগাঁ পিরোজপুর ইউনিয়নের ৪০ গ্রামের মানুষের মাঝে ঈদ উপহার দিয়েছেন ইঞ্জিনিয়ার মাসুম চেয়ারম্যান।

প্রতি ঈদের ন্যায় এবারো ৫০০০( পাঁচ হাজার) পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার উদ্বোধন করেন।২৫ রমজান (৮ মে) শনিবার সকালে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ৩০০ জনের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নিজ অর্থায়নে পাঁচ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।

৩০০ পরিবারের মধ্য দিয়ে উপহার সামগ্রীর উদ্বোধন করেন। পিরোজপুর ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সাধারণ মানুষের দ্বারপ্রান্তে ঈদ সামগ্রী উপহার পৌঁছে দেয়ার নিখুঁত তালিকা তৈরি করেছেন চেয়ারম্যান নিজই।প্রতি ওয়ার্ডের জনপ্রতিনিধি দের যথার্থ সহায়তা ০১-০৯ নং ওয়ার্ড পর্যন্ত ৪০ টির গ্রামের মানুষের মাঝে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ঈদ সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেয়ার সুব্যবস্থা করেছেন।

৫০০০ উপহার ঈদ সামগ্রী বিতরণের পাশাপাশি হতদরিদ্র দিনমজুর অসহায় গরীব দুঃখীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকল কাজে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন মেঘনা ত্রাণ কমিটি এবং পিরোজপুর আওয়ামী স্বেচ্ছাসেবক যুবলীগ ছাত্র লীগ শ্রমিক লীগ সহ সকল আওয়ামীলীগের অঙ্গ সংগঠনগুলো।