বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে বন্দরে পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ২৩ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি লিটন মিয়ার উদ্যোগে হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতীবন্ধী শিক্ষার্থীদের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (০৮ মে) দুপুরে কলাগাছিয়া ইউনিয়নের ফরাজীকান্দা এলাকায় হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের ১০০ প্রতীবন্ধী শিক্ষার্থীদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রধান শিক্ষিকা হাসিনা রহমান সিমু’র সার্বিক তত্বাবধানে ঈদ উপহার বিতরণ করেন, নারায়ণগঞ্জ মহানগর ২৩ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি লিটন মিয়া। ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ২৩ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বোরহান মিয়া, সাংগঠনিক সম্পাদক সগীর আহাম্মদ, কোষাধক্ষ সেলিম আহাম্মেদ প্রমুখ।