জীবননগরে ২৫০ পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান

266

নিজস্ব প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জননেতা হাজী আলী আজগার টগর ব্যক্তিগত অর্থায়নে চুয়াডাঙ্গা জীবননগরে মহামারী করোনা প্রাদুর্ভাবে কর্মহীন ও অসহায় হয়ে পড়া ২৫০ জন পরিবহন শ্রমিকের পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেন।

মানবিক সহায়তার প্যাকেজে প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি মশুরীর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই প্রদান করা হয়।খাদ্য সামগ্রী বিতরণকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর বলেন, ‘করোনা ও লকডাউনের প্রভাবে যাত্রীবাহী পরিবহনগুলো বন্ধ থাকায় পরিবহন শ্রমিকরা কর্মহীন হয়ে তাদের পরিবার পরিজন নিয়ে অসহায় মানবেতর জীবনযাপন করছে। তাদের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কিছু খাদ্য সামগ্রী দিয়ে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি মাত্র। করোনা সচেতনতায় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারন করছে; এক্ষেত্রে সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারি বিধি নিষেধ মেনে চলতে হবে। সবাইকে মাস্ক পরিধান করতে হবে, অযথা বাড়ির বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করেন।

খাদ্য সহায়তা কালে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়াশা সুলতানা লাকীসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।