যুক্তরাষ্ট্রে জ্বালানি সররাহ পাইপলাইনে সাইবার হামলা, জরুরি অবস্থা জারি

365

নিজস্ব প্রতিনিধিঃ রোববার যুক্তরাষ্ট্রের দীর্ঘতম জ্বালানি পাইপলাইন কলোনিয়াল পাইপলাইনে এ সাইবার হামলা হয়।

এই পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন ২৫ লাখ ব্যারেল ডিজেল, গ্যাসোলিন ও জেট ফুয়েল পরিবাহিত হয়, যা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে সরবরাহকৃত জ্বালানির প্রায় ৪৫ ভাগ। গেলো শুক্রবার এই হামলার ফলে পাইপলাইনে তেল সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুরোদমে কাজ চলছে। আপাতত জ্বালানি সরবরাহ করা হচ্ছে সড়ক পথে।এই ঘটনার প্রভাবে আজ কালের মধ্যেই তেলের দাম বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।