স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে হজ আয়োজন করবে সৌদি আরব

598

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কীভাবে ও কোন কোন শর্ত মেনে হজ পালন করা হবে, তা পরে বিস্তারিত জানানো হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশটির স্বাস্থ্য ইনস্টিটিউট পরিস্থিতি মূল্যায়ন অব্যাহত রাখবে এবং সব মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পদক্ষেপ নেবে। সম্প্রতি সৌদি কর্মকর্তারা জানান, করোনা মহামারির কারণে চলতি বছর বিদেশিদের হজের অনুমতি দেওয়া হবে কি না এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কোভিড ভ্যাকসিন বাজারে আসার পর গত মার্চে সৌদি আরব সরকার ঘোষণা দেয়, যারা টিকা নেবেন, কেবল তারাই কেবল হজ করার অনুমতি পাবেন। আরব নিউজ

মরক্কো ওয়ার্ল্ড নিউজ লিখেছে, আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো গত বছর করোনা মহামারির কারণে বিদেশিদের হজের অনুমতি দেয়নি সৌদি সরকার। সীমিত পরিসরে মাত্র এক হাজার সৌদি নাগরিক ও সেখানে অবস্থানরত বিদেশিদের অনুমতি দেয়া হয়েছিলো।