নিজস্ব প্রতিনিধিঃ পোশাক শ্রমিকদের ছুটি বাতিল নয়, বিকল্প ছুটির ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। পোশাক শ্রমিকদের ছুটি বাতিল নয়, বিকল্প ছুটির ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে পরিবহন, গার্মেন্টস, পর্যটন, রি-রোলিং, দোকান-কর্মচারীসহ প্রাতিষ্ঠানিক শ্রমিকদের বেতন-ভাতার ব্যবস্থা ও ঈদের আগেই অপ্রাতিষ্ঠানিক কর্মহীন শ্রমিকদের খাদ্য ও নগদ সহায়তা নিশ্চিত করতে হবে। সমাবেশে বক্তারা আরও বলেন, শ্রমিক-কর্মচারীরা ২০ রোজার মধ্যে পূর্ণ ঈদ বোনাস এবং এপ্রিল মাসের বেতনসহ বকেয়া পাওনাদি পরিশোধের দাবি করেছিল। শ্রমিক-কর্মচারীদের দাবিকে উপেক্ষা করে সরকারের শ্রম মন্ত্রণালয় ১০ মের মধ্যে সব কল-কারখানা, শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের নির্দেশনা দেয়। সরকারের এই নির্দেশনার প্রেক্ষিতে আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম, করোনার অজুহাত আর ঈদের নিকটবর্তীতার সুযোগ নিয়ে বিভিন্ন শিল্প মালিক শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে পারে।
বক্তারা দাবি জানিয়ে বলেন, যেসব মালিক সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে পূর্ণ পাওনা পরিশোধ করেনি, তাদের শাস্তি এবং তাদের কাছ থেকে শ্রমিকের ন্যায্য পাওনা অবিলম্বে আদায় করে দিতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সহ সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।