নিজস্ব প্রতিনিধিঃ সোমবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ভার্চ্যুয়াল টকে অংশ নিয়ে ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, আশা করছি আগামী ১২ মে চীন থেকে ভ্যাকসিন চলে আসবে। ভ্যাকসিন প্রাপ্যতা নিয়ে বাংলাদেশের এই কঠিন মুহূর্তে পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।
তিনি বলেন, চীন বাণিজ্যিকভাবে বাংলাদেশকে টিকা দিতে প্রস্তুত। কিন্তু জরুরি ভিত্তিতে এ টিকা পেতে এখনও অনুমোদন দেয়নি বাংলাদেশ। শুধুমাত্র সিনোফার্ম কোম্পানিকে জরুরি অনুমতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত নিতেও তিন মাস সময় নিয়েছে বাংলাদেশ। এর ফলে এখন দ্রুত ভ্যাকসিন পাওয়ার সুযোগ থেকে পিছিয়ে আছে বাংলাদেশ। আমরা সেই চেষ্টাটাই অব্যহত রাখতে পারি, যেটা উভয় দেশের জন্য মঙ্গলজনক। রোহিঙ্গা ইস্যুতে প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে দেশটির সঙ্গে না বাংলাদেশ, না চীন কারোর পক্ষেই যোগাযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে না। রোহিঙ্গা সংকট সমাধানে অপেক্ষা ছাড়া কোনো বিকল্প নেই। তাই, কাছাকাছি সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত আমরা কোন ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা দেখছি না। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ‘কোয়াডে’ বাংলাদেশ যুক্ত হলে এতে চীনের সঙ্গে সম্পর্কের অবনতি হবে উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত বলেন, কোয়াড নিজেকে অর্থনৈতিক কাজে সম্পৃক্ত বলে দাবি করলেও এটি সত্য নয়, মূলত কোয়াড করা হয়েছে চীনের বিরোধিতার জন্য। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এটি একটি চীনবিরোধী ছোট জোট। যাদের সঙ্গে জাপান, ভারতও অস্ট্রেলিয়া কৌশলগত অবস্থান নিয়েছে। এতে বাংলাদেশের অংশগ্রহণ চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে। তাই এতে বাংলাদেশের অংশ নেওয়া ঠিক হবে না।
এর আগে ২৭ এপ্রিল চীনের প্রতিরক্ষা মন্ত্রী উই ফেঙ্গে একদিনের জন্য ঢাকা সফরে আসেন। তখন তিনি বাংলাদেশকে জানিয়েছেন কোয়াডকে তারা চীনবিরোধী জোট মনে করে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ভারতের ভূমিকা নিয়েও বাংলাদেশের উচ্চ পর্যায়ে বিস্তর আলোচনা হয়।
এক প্রশ্নের জবাবে ‘তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশেন’ প্রজেক্টে ঋণ প্রস্তাব নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানান রাষ্ট্রদূত। ফিজিবিলিটি স্ট্যাডিজ এর রেজাল্ট পেলে এ বিষয়ে আলোচনা শুরু হতে পারে। তবে তিস্তা নিয়ে যে কোনো প্রকল্প করা বাংলাদেশের জনগণের অধিকার। ডিকাব সভাপতি পান্থ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দীন।