সাংবাদিক রোজিনার হেনস্তা ও মামলার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন

228

নিজস্ব প্রতিনিধিঃ  সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। বুধবার (১৯ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন মানববন্ধন করে। এ সময় সাংবাদিক নেতারা তার মুক্তি দাবি জানান।

বরিশাল নগরীর অশ্বিনী কুমার হ‌লের সাম‌নে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা, অনুসন্ধানী রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্তা করার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে অবিলম্বে তার মুক্তির দাবি করেন সাংবাদিকরা। একই দাবিতে, গোপালগঞ্জ, ঝিনাইদহ, ফেনী ও ময়মনসিংহ, হাতীবান্ধায়, ব্রাক্ষণবাড়িয়া, কুয়াকাটা, ফরিদপুর, ডেমরা, ফরিদপুর, পাংশা, বান্দরবান,হাটহাজারি, সুনামগঞ্জ,কুমিল্লা, লক্ষ্মীপুর, রংপুর, দেবিদ্বার মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন গণমাধ্যমকর্মীরা।

সোমবার (১৭ মে) বিকেল ৩টার দিকে রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার একান্ত সচিবের কক্ষে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে সেখানে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। নিজের ওপর নির্যাতনেরও অভিযোগ তোলেন রোজিনা। এরপর তাকে আদালতে তোলা হয়, পরে আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠান।