বন্দর প্রতিনিধিঃ বন্দরে ফাইজা অনলাইন বিলিং পপ (ওয়াইফাই) ক্যাবল লাইন কর্তন করে দিয়েছে অজ্ঞাতনামা দূর্বিতরা।
মঙ্গলবার ১৮ মে দিবাগত রাতে আমিন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় ১৯ মে বুধবার দুপুরে ফাইজা অনলাইন বিলিং পপ এর ম্যানেজার বাবলু সরকার বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
তবে এ ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থল আমিন আবাসিক এলাকায় তদন্ত করতে এসে বন্দর থানার এস আই শাহ আলম বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করতে আসছি, যারাই এ কাজটি করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা নিবে বলে জানান।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর আমিন আবাসিক এলাকায় ফাইজা অনলাইন বিলিং পপ (ওয়াইফাই) এর সকল ক্যাবল লাইন দুস্কৃতিকারীরা আমার সাথে শত্রুতা করে কেটে দিয়েছে। বুধবার সকালে খবর পেয়ে আমিন আবাসিক এলাকায় গিয়ে দেখি ক্যাবল লাইন কেটে রাস্তায় ফেলে রেখেছে। পরবর্তী সময়ে ফাইজা অনলাইন বিলিং পপ এর মালিক বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদকে জানালে তিনি বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করতে বলেন। ওয়াইফাই ক্যাবল লাইন কেটে দেয়ায় প্রায় ৭৩ হাজার ৭শ’ টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এর আগে একাধীকবার ক্যাবল লাইনসহ বক্স চুরি করে নিয়ে যায়।
এদিকে, ফাইজা অনলাইন বিলিং পপ এর মালিক বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ সংবাদকর্মীদের জানান, আমি শান্তিপূর্ণ ভাবে প্রায় ৭ মাস ধরে আমিন আবাসিক এলাকায় ওয়াইফাই এর ব্যবসা করে আসছি। কিন্তু কিছুদিন পর পর আমার ওয়াইফাই এর ক্যাবল লাইন কেটে দেওয়া থেকে শুরু করে বক্স সহ নিয়ে যায় দূস্কৃতিকারীরা। এখানে আরও অনেকেই ব্যবসা করে আসছে তাহলে আমার লাইন গুলো শত্রুতামী করে কেটে দিচ্ছে। আমি এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ তদন্ত করে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করবে আশা করি