বন্দর প্রতিনিধিঃ ফিলিস্তিনে ইহুদি ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে সোনাকান্দা কিল্লা জামে মসজিদের মুসল্লিসহ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
শুক্রবার ২১ মে বাদ জুম্মা সোনাকান্দা কিল্লা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সোনাকান্দা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, নোয়াদ্দা জামে মসজিদ, সোনাকান্দা বড় মসজিদ, দড়ি সোনাকান্দা জামে মসজিদ, বেপারী পাড়া মসজিদ, মাহমুদনগর মসজিদ, রুপালি মসজিদ, এনায়েত নগর মসজিদ সহ বিভিন্ন মসজিদ থেকে শত শত মুসলিম কিল্লা জামে মসজিদের সামনে জরো হতে থাকে।
পরে মানববন্ধন শেষে মিছিলটি বিভিন্ন রাস্তা ঘুরে কিল্লা জামে মসজিদের সামনে এসে ফিলিস্তিনের জন্য মোনাজাত করে শান্তি কামনা করে।
কিল্লা জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মোহাম্মদ জাকারিয়া মোনাজাত পরিচালনা করেন। এসময় সোনাকান্দা সামাজিক সাংস্কৃতিক সংসদের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সহ সভাপতি রাসেল, সদস্য আব্দুল্লাহ মিছিলে অংশগ্রহণ করা সকল মুসুল্লিগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এবং মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে সমাপ্তি ঘোষণা করে।