জন নন্দিত মানুষ তানভীর আহাম্মেদ টিটুর শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক সুলতান মাহমুদ

517

নিজস্ব প্রতিনিধিঃ সময়েরচিন্তা পরিবার ও জাতীয় ভেজাল  প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে জন নন্দিত মানুষ তানভীর আহাম্মেদ টিটুর শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক সুলতান মাহমুদ।

নারায়ণগঞ্জের কিংবদন্তি ক্লিন ম‍্যান জেলা ক্রিড়াঙ্গনের অন‍্যতম প্রাণ পূরুষ, ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের বারবার নির্বাচিত সভাপতি সেই সাথে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও একাধিক বারের অপ্রতিদন্ধি জনপ্রিয় সাধারণ সম্পাদক সব মিলিয়ে এই নারায়ণগঞ্জের সর্বমহলেরকাছে জন নন্দিত মানুষ তানভীর আহাম্মেদ টিটুর শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক সুলতান মাহমুদ।

নারায়ণগঞ্জের বন্দর থানার লক্ষন খোলা এলাকা পূর্বপূরুষের বসতবাড়ি হলেও ব‍্যবসায়ীক সুবিধার কারণে টিটুর পিতা হাজী সাইফুদ্দিন আহাম্মেদ চলে আসেন নারায়ণগঞ্জের জামতলা এলাকার নীজস্ব বাড়িতে।

নারায়ণগঞ্জের বিশিষ্ট ব‍্যবসায়ী ধনকুবের হাজী সাইফুদ্দিন আহাম্মেদের চার সন্তানের মধ্যে সর্ব কনিষ্ট সন্তান তানভীর আহাম্মেদ টিটু। তিনি ১৯৭৪ ইং সনে নারায়ণগঞ্জের জামতলা এলাকার ঐতিহ্যবাহী মুসলিম সভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন তিনি। তার বর্তমান বয়স ৪৭ বৎসর।

স্কুল জীবন থেকেই টিটু ছিলেন সৎ, ভদ্র বিনয়ী, মিষ্টি ভাসী, কমলমতি, পরোপকারী। পড়া শুনায় অত‍্যন্ত মেধাবী ছিলেন তিনি। স্কুল জীবন থেকেই খেলা ধুলার প্রতি তিনি ছিলেন প্রবল মনোযোগী। সেই থেকেই পড়া শুনার পাশাপাশি তিনি নারায়ণগঞ্জের ক্রিড়াঙ্গনে জড়িয়ে পরেন।

স্কুল জীবনেই তিনি সমাজের অসহায়,দরিদ্র,দুখী, এতিমদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করতেন। এবং সেই স্কুল জীবন থেকে আজ ও পযর্ন্ত তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে ইতিমধ্যে দানবীরের সু-খ‍্যাতি আর্জন করেছেন।

দেশের বিভিন্ন র্দূযোগ দু:সময়ে মানুষের পাশে সব সময়ই তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অসহায় দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ে থেকে শুরুকরে পড়াশুনা চিকিৎসা জন‍্য সহযোগীতা করে থাকেন নীরবে নিভৃত্বে। এছাড়াও মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ নানা বিষয়ে তিনি মুক্ত হস্তে ব‍্যপক ভাবে দান করে থাকেন।

তার এসকল গুনাবলীর কারণে সর্ব মহলের কাছে তানভীর আহাম্মেদ টিটুর গ্রহন যোগ‍্যতা সহ জনপ্রিয়তা অপরিসীম।

মহামারি করোনার প্রথম আগ্রাসনের সময় যখন দেশে সরকার লগডাউন ঘোষনা করেন ঠিক তখনই তানভীর আহাম্মেদ টিটু তার ব‍্যক্তিগত তহবিল থেকে লক্ষ লক্ষ টাকার খাবার সামগ্রী অভিনব ভাবে বিতরণ করেন। তার ঐ খাবার সামগ্রী গুলো প্রতিটি কাউন্সিলর, মেম্বার সহ বিভিন্ন জন প্রতিনিধিদের মাধ‍্যমে বিতরণ করা হয়।

এখানেই শেষ নয় তানভীর আহাম্মেদ টিটুর মানবতার কাহিনি করোনাকালে নারায়ণগঞ্জের প্রতিভাবান দরিদ্র অসচ্ছল খেলোয়াদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন লক্ষ লক্ষ টাকা সহ খাবার সামগ্রী।

সকলের সাথে আমরাও দোয়া করি মহান আল্লাহ্ রাব্বুল আলামিন যেনো আমাদের তানভীর র আহাম্মেদ টিটু ভাইয়ের সু’স্বাস্থ্যের সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন এবং আপনার মনের সকল নেক আশা পূরণ করেন, আমিন।