১৪০০ পিস ইয়াবাহ নিয়ে শাহজালাল আটক

367

সোনারগাঁও প্রতিনিধিঃ সোনারগাঁয় ১৪’শ পিস ইয়াবাসহ শাহজালাল (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার কাঁচপুর এস এস পাম্পের সামনে তাকে আটক করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পিরোজপুর আষাঢ়িচর থেকে মাইক্রবাস করে ঢাকায় মাদক পাচার করছে এক ব্যক্তি।পরে কাঁচপুরে এস এস পাম্পের সামনে মাইক্রবাসটি আটক করে মাদক কারবারি শাহজালালকে গ্রেফতার করি।মাইক্রবাসটিতে তল্লাশি চালিয়ে ১৪’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়ার মাদক কারবারি শাহজালাল গজারিয়ার বড় ভাটেরচর গ্রামের মৃত মোঃ আলীর ছেলে।

ওসি আরও জানান,আষাঢ়িচরের মুরাদ ও শাহজালাল দীর্ঘদিন ধরে সোনারগাঁসহ ঢাকার বিভিন্ন এলাকায় মাদক পাচার করে আসছিলো।দুজনে বিরুদ্ধে মাদক মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।