শফিকুল ইসলাম ইমামঃ সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাব থেকে জরুরী সভার মাধ্যমে প্রচার সম্পাদক সামির সরকার সবুজকে বহিষ্কার করা হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাব থেকে সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কারণে ক্লাবের প্রচার সম্পাদক সামির সরকার সবুজকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে।
ক্লাবের সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কারণে বৃহস্পতিবার (০৩জুন) বিকালে সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের সাধারণ সম্পাদক শওকত ওসমান সরকার রিপন এক জরুরী সভা ডাকে। জরুরী সভায় ক্লাবের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কর্মকাণ্ড, মিটিংয়ে অনুপস্থিত, বছর ধরে ক্লাবের চাঁদা না দেয়ায়, ক্লাবের কোন কর্মকান্ডে অংশ গ্রহণ না করা সহ বিভিন্ন অভিযোগে প্রচার সম্পাদক মোঃ সামির সরকার সবুজকে কার্যকরী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে বহিস্কার করা হয়েছে।
এই সভার সভাপতি শেখ এনামূল হক বিদ্যুৎ প্রচার সম্পাদক সামির সরকার সবুজের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে।
সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের সভাপতি শেখ এনামূল হক বিদ্যুৎ জানায়, ক্লাব থেকে বহিষ্কৃত সামির সরকার সবুজ উক্ত ক্লাবের নাম ভাঙ্গিয়ে কোন অপকর্ম করলে এর দায়ভার সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাব বহন করবে না।