খাদিজা আক্তার রউজা গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার বানিয়ারচালা এলাকায় বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টি ঘর পুড়ে ছাই হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ১১টার দিকে ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা এলাকায় ইভিটেক্স এ্যাপারেলস্ গার্মেন্টসসংলগ্ন সফুরুদ্দিনের টিনশেড বাসাবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ১১ টার দিকে আগুন লাগে। পরে পাশের কারখানার কর্তৃপক্ষের সহযোগিতায় শ্রমিকদের ফায়ার ফাইটার টিম আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। ভাড়াটিয়া সাহাদাত জানান, আমি নাইট ডিউটি করে বাসায় এসে ঘুমাচ্ছিলাম। হঠাৎ পাশের রুম থেকে দুয়া দেখতে পেয়ে দৌড়ে বাহির হই। পরে আশপাশের লোকজন ডেকে আগুন নেভানোর চেষ্টা করি বেশিরভাগ রুমে তালা মারা থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক সফুরুউদ্দিন জানান, বাড়িটির ভাড়াটিয়ারা চাকরি করে তাই দিনের বেলায় অফিসে চলে যাওয়ায় বেশিরভাগ রুমে তালাবদ্ধ থাকে। রুমের ভিতরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুনের তাপে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এবং আমার ২০ টি রুম পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয় বলেও জানান। শ্রীপুর ফায়ার স্টেশন অফিসার ইনচার্জ ইমতিয়াজ হোসেন রায়হান চৌধুরী জানান, আমরা ঘটনাস্থলে এসে ১৫ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হই। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তদন্তের পর জানা যাবে।