সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

286

সোনারগাঁ প্রতিনিধিঃ  স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৫ই জুন) দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল- কায়সার।

এসময় অন্যান্যদের মধ্যে  আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান,সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী,সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ক্যমান্ডার সোহেল রানা,সহকারী কমান্ডার ওসমান গনি,জেলা পরিষদের সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য গাজী মুজিবুর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, এড.ফজলে রাব্বি, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন প্রমুখ।