সোনারগাঁয়ে জমি জবর দখলে চৈতী কম্পোজিট

313

মোক্তার হোসেনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট নামে একটি শিল্প কারখানার বিরুদ্ধে আবারও জমি দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে জমির মালিক প্রবাসী হাজী শাকিল রানার স্ত্রী নাসরিন বাদী  সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানা যায়।

অভিযোগে চৈতী কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম, পরিচালক ফাহমিদা শাবনাম চৈতীসহ কোম্পানির উর্ধতন ১৬ কর্মকর্তার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/১৬ জনের বিরুদ্ধে অভিযোগ করে শাকিলের স্ত্রী নাসরিন। অভিযোগে বলা হয়, সোনারগাঁ পৌরসভার ছোট শিলমান্দী, শ্রী নিবাসদী ও টিপরদী মৌজার বিভিন্ন দাগে ক্রয় ও পারিবারিকসুত্রে প্রায় ১৩৪ শতাংশ জমির মালিক হয়ে বিগত ১০ বছরেরও বেশি সময় ভোগ দখল করে আসছে শাকিল। জমির সীমানা স্পস্ট করাসহ জমিতে হাজী শাকিল রানার মালিকানা সম্বলিত সাইনবোর্ডও ঝুলানো রয়েছে। জমির মালিক দেশে থাকাবস্থায় দখল স্বত্ব ঠিক থাকলেও কাজের প্রয়োজনে শাকিল রানা প্রবাসে গেলে স্থানীয় সন্ত্রাসীদের মাধ্যমে ফের দখলের উৎসবে মেতে উঠে চৈতী কম্পোজিটের মালিক আবুল কালাম। অভিযোগে বলা হয়, বিগত ০৭ মে ২০২১ইং তারিখ বিকালে তাদের মালিকানা সম্পত্তিতে লাগানো ৮ টি মালিকানা সাইনবোর্ড থাকা সত্বেও সেসব উচ্ছেদ করে ভেকু দিয়ে জমির মাটি কেটে দখলে নেয়ার চেষ্টা করে চৈতী কম্পোজিটের ভাড়াটে সন্ত্রাসীরা। পরে প্রবাসী শাকিল রানার স্বজনরা দখলদারদের বাধা দিতে গেলে তাদেরকে মারধর ও হুমকী ধামকী প্রদান করে। বর্তমানে তার স্ত্রী ও পরিবারের লোকজনের জীবন হুমকীতে রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

উল্লেখ্য চৈতী গ্রুপ এর আগেও শাকিল রানার সম্পত্তি জোরপুর্বক দখল করে দুষিতপানি নিষ্কাশনের ড্রেন নির্মান করছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও চৈতী গ্রুপের চলমান উন্নয়ন কাজে ছোটশীলমান্দী ও শ্রীনিবাসদী মৌজায় আরো অনেক নিরীহ কৃষকের জমিও জোরপূর্বক দখল করে মাটি কেটে ভরাট কাজ চালিয়ে যাচ্ছে। জমির প্রকৃতমালিকরা আপত্তি জানালে তাদেরকে অফিসে যোগাযোগ করতে বলে, পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মুল্যে জমি বিক্রি করে দিতে বাধ্য করে।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনসার্জ হাফিজুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।