নিজস্ব প্রতিনিধিঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু কমেছে। নতুন করে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারিতে দেশে ১২ হাজার ৪৫৮ জনের মৃত্যু হলো।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নতুন করে ১৪৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে গত একদিনে। এ নিয়ে সংক্রমণ বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯৩ হাজার ৬৯৩ জনে।