প্রধানমন্ত্রীর স্বদেশ প্রর্ত্যাবর্তন দিবস উপলক্ষে বৃক্ষরোপণ

416

নিজস্ব প্রতিনিধিঃ বন্দরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও ১৭মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রর্ত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৮জুন) বিকেলে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নস্থ সরকারি হাজী ইব্রাহিম আলমচান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ এ সভা অনুষ্ঠিত হয়। কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগ ও অংঙ্গসংগঠনের আয়োজনে এতে প্রধাণ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ মোঃবাদল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান। কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আমিরুজ্জামানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেমের সঞ্চালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রবীণ আ’লীগ নেতা ইয়ানুর মিয়া,  ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, শাহিন তাহেরী সিনহা,ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আশিফ মাহমুদ, সাবেক কৃষকলীগের সভাপতি রহমতউল্লাহসহ, আ’লীগ ও অঙ্গসংগঠনের শতশত নেতৃবৃন্দ।

সভা শেষে ভিপি বাদল সরকারি হাজী ইব্রাহিম  আলমচান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ একটি বৃক্ষ চারা রোপন করে উদ্বোধন করেন।