নিজস্ব প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে প্রযুক্তি প্রতিদ্বন্দ্বিতায় বিজ্ঞান গবেষণা ও চিপ তৈরিতে এ তহবিল অনুমোদন দিয়েছে। বিশ্বব্যাপী মাইক্রোচিপের যে সংকট চলছে চীনের সঙ্গে সে চাহিদা পূরণে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সহায়তা করা এ তহবিলের মূল লক্ষ্য।
সিনেটে এ তহবিল অনুমোদনের পক্ষে ভোট পড়ে ৬৮ ও বিপক্ষে পড়ে ৩২ ভোট। ইউনাইটেড স্টেটস ইনোভেশন এন্ড কম্পিটিশন এ্যাক্ট অব ২০২১ নামে এ বিলটি পাশ করা হয়। ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় রাজনীতিবিদরাই ভাল বিল হিসেবে এটিকে সমর্থন দেন। সংক্ষেপে ইউএসআইসিএ বা এস.১২৬০ নামে এ বিলটি অনুসারে যুক্তরাষ্ট্রে মূল প্রযুক্তিগত ক্ষেত্র যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উচ্চ-দক্ষতার কম্পিউটিংয়ের ক্ষেত্রে উদ্ভাবন ও নেতৃত্বকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তহবিলের ১২০ বিলিয়ন খরচ হবে বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়ন ও ৫৩ বিলিয়ন ডলার খরচ হবে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন ও গবেষণায়। বিলটি চলতি জুনের শেষে বা আগামী জুলাইতে ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভদের ভোটের জন্যে তোলা হবে।
বিশঁবাজারে চিপের ঘাটতি ও যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে মার্কিন আইন প্রণেতারা এখাতে বরাদ্দ দেওয়ার ব্যাপারে মনোযোগ দেন।