সোনারগাঁ প্রতিনিধি ঃ ১০/৬/২০২১ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ঘটিকার সময় সোনারগাঁ প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত সোনারগাঁ পৌরসভা, সোনারগাঁ থানা ও উপজেলা কার্যালয়সহ প্রায় ১০টি গ্রামের বৈধ-গ্যাস সংযোগ গত ৫ই জুন শনিবার দিন থেকে কোন নোটিশ ছাড়াই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানি। সে কারনে ঐসব এলাকার জণসাধারনের রান্না-বান্নার জন্য অনেক সমস্যায় পরতে হচ্ছে। কেউ লাকড়ি দিয়ে, কেউ বিদ্যুতের চুলা দিয়ে আবার কেউ সিলিন্ডার গ্যাসের মাধ্যমে রান্নার কাজ চালিয়ে যাচ্ছে। জীবিকার তাগিদে মানুষ এখন খুবই কর্মব্যস্ততার মাঝে দিন কাটাচ্ছে।তার মাঝে আবার এই রান্না বান্নার সমস্যা এ -যেন এক বিরাট যুদ্ধক্ষেত্র।চর্তুর দিকে হা হা কার এ-কি হল।মানুষ যেন দিশে হারা।কোথায় গেলে লাকড়ি পাব,কোথায় গেলে কেরোসিন পাব,কোথায় গেলে সিলিন্ডার গ্যাস পাব,বিশাল জনগণের চাপে সব শেষ।
আজ ৬দিন অতিবাহিত হল গ্যাস সংযোগ পাচ্ছে না।ধৈর্য হারা হয়ে আজ রাস্তায় নামতে হয়েছে তাদের। বাধ্য হয়ে জনগণ সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মরকলিপি দেওয়া হয়েছে গ্যাস সংযোগ দেওয়ার জন্য ।সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম তার বক্তব্যে বলেছেন, আমি যোগাযোগ করতেছি,অতিতাড়াতাড়ি সংযোগ দেওয়ার।আপনারা শান্ত থাকুন।
এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন সোনারগাঁ পৌরসভার আওয়ামীলীগ এর মনোনীত মেয়র পদপ্রার্থী গাজী মজিবুর রহমান,নারায়ণগঞ্জ আইনজীবি পরিষদের সাধারন সম্পাদক ও সোনারগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী এডভোকেট ফজলে রাব্বি,সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও জুগান্তরের ষ্টাফ রিপোর্টার আলামিন তুশার,প্রথম আলো পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মোঃ মনিররুজ্জান মনির,কালের কন্ঠ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি গাজী মোবারক হোসেন, সোনারগাঁ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারসহ সকল মুক্তিযোদ্ধারা এবং সোনারগাঁ পৌরসভার নেতৃবৃন্দ ও সাধারন জনগণ।উপস্থিত নেতৃবৃন্দরা হুশিয়ার দিয়ে বলেন ২৪ ঘন্টার মধ্যে গ্যাস সংযোগ না দিলে কঠোর আনন্দোলন দিতে বাধ্য থাকিব।
জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদ বলেন, বিনা নোটিশে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা আইনত অপরাধ। বৈধ্য লাইন কেটে দিয়ে ভোগান্তিতে ফেলেছে মানুষকে। তিতাস কর্তৃপক্ষ এটা পরিকল্পিত ভাবে করা হয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য জেলা প্রশশক মোস্তাইন বিল্লাকে আহবান জানিয়েছে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি।