ঈশান আহমেদ, বন্দরঃ নাসিক ২৪নং ওয়ার্ডের রওশনবাগের ড্রেনের কাজ উদ্বোধন করেন রওশনবাগ এলাকার পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মোঃ কামাল বাদশা।
১৩ জুন রবিবার ড্রেনের কাজ উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সহ সাধারন সম্পাদক মোঃ নাদিম হোসেন ,টাইগার রশিদসহ আরো অনেকে।