র‍্যাব-১১ এর অভিযানে সিদ্ধিরগঞ্জ হতে সংঘবদ্ধ চোরাই চক্রের ০৩ সক্রিয় সদস্য গ্রেফতার

290

জান্নাতুল মাওয়াঃ গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ জুন ২০২১ খ্রিষ্টাব্দ রাত ২২.১০ ঘটিকায় র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর নারায়ণগঞ্জ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় সংঘবদ্ধ চোরাই চক্রের ০৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ ইমরান ইসলাম (২১), ২। মোঃ শাকিল হোসেন (২২) ও ৩। মোঃ অমিত হাসান (১৮)। উক্ত অভিযানে বিভিন্ন মডেলের ০৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় একটি সংঘবদ্ধ চোরাই চক্রের কয়েকজন সক্রিয় সদস্য বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন গণপরিবহনে চলাচলরত সাধারণ যাত্রীদের নিকট হতে অভিনব কৌশলে মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন গুরত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে আসছে। বিভিন্ন এলাকা হতে আগত গণপরিবহন চিটাগাং রোড এলাকায় যাত্রী উাঠানামার জন্য দাঁড়ালে এই চোরাই চক্রের সদস্যরা কৌশলে থামানো গাড়ীর আশেপাশে অবস্থান করতে থাকে। এই চোরাই চক্রের সদস্যরা বাসের জানালার পাশে বসে মোবাইলে কথা বলা যাত্রীদের টার্গেট করে থাকে। মোবাইল ফোনে কথা বলতে থাকা যাত্রী কিছু বুঝে উঠার আগে ওৎ পেতে থাকা চোরাই চক্রের সদস্যরা এক ঝটকায় মোবাইল চুরি করে নিয়ে চোখের পলকে দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা সংঘবদ্ধ চোরাই চক্রের সক্রিয় সদস্য। পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ চিটাগাং রোড এলাকায় তারা অভিনব কৌশলে গণপরিবহনে চলাচলরত সাধারণ যাত্রীদের নিকট হতে মোবাইল, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে আসছে। এই ধরনের সংঘবদ্ধ চোরাই চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।