রূপগঞ্জে জেলা ইউনিটের সাবেক কমান্ডারের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

372

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোহাম্মদ আলীর সুস্থতা কামনায় গতকাল ১৯ জুন শনিবার রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। আয়োজিত সভাপত্বি করেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আতিকুর রহমান। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আমানউল্লাহ আমান, তারাবো পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আক্তার হোসেন ভ‚ঞা, দাউদপুর ইউনিয়ন কমান্ডার তমিজউদ্দিন, গোলাকান্দাইন ইউনিয়ন কমান্ডার আলাউদ্দিন, কাঞ্চন পৌরসভা কমান্ডার ডাঃ শাহজাহান, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল ফয়েজ, মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, আঃ সামাদ, মজিদ গাজী, সিরাজ সরদার, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন ও সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন প্রমুখ।

পরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোহাম্মদ আলীর সুস্থতা কামনায় মিলাদ মাহফিল, দোয়া ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ নারায়ণগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী জটিল রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।