বন্দরে শিশু ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

315

বন্দর প্রতিনিধিঃ বন্দরে এবার ১০ বৎসর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪জুন) দুপুরে বন্দরের কুশিয়ারা এলাকায় এঘটনাটি ঘটে। এব্যাপারে বৃহস্পতিবার রাতেই শিশুটির বাবা বাদী হয়ে একজন আসামির নাম উল্লেখ্য করে বন্দর থানায় অভিযোগ দায়ের পর মামলা এন্ট্রি করা হয়। যার নং-৩০(৬)২১ইং।
উল্লেখিত আসামীর নাম, মোঃ স্বপন(২৫)। তিনি বরিশাল জেলার আমতলী মোড় এলাকার আমিনুর রহমানের ছেলে।
অভিযোগের পর পুলিশ আসামী স্বপন গ্রেফতার করে।

পারিবারিক সুত্রে জানায়, শিশুটির বাবা সপরিবারে বন্দরের কুশিয়ারা এলাকার সৌরভ মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে থাকছেন। পাশাপাশি স্বপন ও একই বাড়িতে ভাড়ায় থাকতেন। এই সুবাদে গত ২৪জুন দুপুরে ঐ বাড়ির পেছনের পুকুরে শিশুটি গোসল করতে গেলে লম্পট স্বপন তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত ও পরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।ভুক্তভোগী  ঘটিনাটি পরিবারকে অবগত করলে তার বাবা বন্দর থানায় এসে মামলা দায়ের করেন।