বন্দরে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩

328

বন্দর প্রতিনিধিঃ বন্দরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা পুলিশ ও র‍্যাব-১১। বৃহস্পতিবার  রাতে যৌথবাহিনীর পৃথক অভিযানে বন্দর কদমরসূল ডিগ্রী কলেজ গেট ও রুপালি আবাসিক এলাকা হতে মাদক বিক্রয়কালে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন,  মুন্সিগঞ্জ জেলার  উগ্লাকান্দি এলাকার মোঃনুর আলমের স্ত্রী আমেনা (৩০),  বন্দর মদনগঞ্জস্থ  সালাম মিয়ার বাড়ির ভাড়াটিয়া জসিম উদ্দিন মিয়ার ছেলে আকাশ ওরফে চোরা আকাশ(২২) এবং মাহমুদনগর এলাকার  মোতালেব মিয়ার ছেলে রুবেল(২৮)
এব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

সুত্রমতে, গত ২৪জুন রাতে  গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালায় র‍্যাব-১১।  এসময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাসিক’র ২৩নং ওয়ার্ডস্থ কদমরসুল ডিগ্রি কলেজ এর সামনে গাঁজা বিক্রয়ের প্রস্তুতি কালে ১কেজি গাঁজাসহ আমেনা নামের এক নারী মাদককারবারীকে গ্রেফতার করে র‍্যাব। একই রাতে রুপালি আবাসিক এলাকার ধৃত রুবেলের ভাড়াটিয়া বাড়ি হতে তাকে ও তার সহযোগী আকাশকে আরো ১কেজি গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।