রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী রাজিবের প্রধান সহযোগী নুরুল আমিন বাবুকে (২৪) মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। গত ২৬ জুন রাত সাড়ে ৯ টায় মুড়াপাড়া ইউনিয়নের ব্রা²ণগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজতে থাকা ৩৩৬ ক্যান বিয়ার, ২৮ বোতল ফেন্সিডিল, ৩টি রাম দা, ২ টি চাইনিজ কুড়াল, ২টি সুইজ গিয়ার, ১টি ছোরা ও ১টি চাকু উদ্ধার করা হয়। সে ব্রা²ণগাঁও এলাকার শফিউল্লার ছেলে। রবিবার বিকালে র্যাব-১১ এর সহকারী পরিচালক ও এএসপি মোঃ সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃত সন্ত্রাসী নুরুল আমিন বাবু নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ সহ এর আশপাশের এলাকায় বেশ কিছুদিন যাবত অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তার এর পাশাপাশি মাদক ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।