র‍্যাব-১১ এর অভিযানে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

389

নিজস্ব প্রতিনিধিঃ র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই  ধারাবাহিকতায় ৩০ জুলাই ২০২১ ইং তারিখ বিকাল ১৭:৪০ ঘটিকায় সময় র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন রগুনাতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী যথাক্রমে  ১। মোঃ আজম খলিফা (৩৩), ২। ইমাম (২৮) এবং ৩। মোঃ শরিফ আহম্মেদ @ হৃদয় (২৮)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৪০২০ পিস ইয়াবা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মটর সাইকেল ০১টি উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটকৃত মাদক ব্যবসার সাথে জড়িত আসামীরা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন যাবত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।